বিশ্বকাপের ডায়রি (৩): ইডেনের গ্যালারি যেন এক টুকরো পাকিস্তান!

-মান্না চৌধুরী ইডেন গার্ডেনের আশপাশ জুড়েই কলকাতার ক্রীড়াঙ্গনের নামীদামী সব ক্লাব। ভারতীয় ফুটবলের ঐতিহ্য কলকাতা মোহামেডান, মোহনবাগান, ইষ্টবেঙ্গল আছে এই তালিকায়। কলকাতা প্রেসক্লাব আর স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনও কাছাকাছি। যেন ইডেনকে ঘিরেই কলকাতার স্পোর্টস আর প্রেস মিলেিেমশে একাকার। বিশ্বকাপের মিডিয়া অ্যাক্রিডিটেড যারা তাদেরকে ম্যাচের দিন আরেক যায়গায় এসে লাইনে দাঁড়াতে হয়। কেবল অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েই খেলা কাভার করা যায়না। ম্যাচ ডে টিকিট নামে আরেকটা কার্ড সংগ্রহ করতে হয় প্রতিটা ম্যাচের আগে। ১৬ মার্চ আমরা তাই আগেভাগেই কলকাতা স্পোর্টস জার্নালিষ্ট ক্লাবে এসে হাজির। এখান থেকেই দেয়া হয় ম্যাচ ডে টিকিট আর ফুড … Continue reading বিশ্বকাপের ডায়রি (৩): ইডেনের গ্যালারি যেন এক টুকরো পাকিস্তান!